Header Ads

কৃমি কোর্স

কবুতরকে প্রতি ৬০দিন অথবা ৯০  দিন পর পর   কৃমির কোর্স করাতে হবে।

বাজারে  বিভিন্ন  প্রকার  কৃমির  ঔষধ   পাওয়া  যায়  আপনাদের  যেটা  ভালো
লাগে  সেটা  দিয়েই  আপনার  কবুতরের  কৃমি কোর্স  করাবেন।
  
 আপনার কবুতরকে কি ভাবে কৃমি কোর্স করাবেন তা নিচে তুলে  ধরা  হলো।
১)পাউডার  এভিনেক্স  অথবা  এ্যানথেমিসল  ১ গ্রাম/ ১লিটার পানিতে।
ভালোভাবে মিশিয়ে ৫সি সিসি রিঞ্জে করে ঠান্ডা আবহাওয়ায় অথাৎ ভোরবেলা
একদিনে এক বার হ্যান্ড ফিডিং করে খাওয়াতে হবে।
এরপর কবুতরকে খেতে দিতে হবে খাওয়ার দাওয়ার পরে দিতে হবে স্যালাইন
পানি।
২)এস এম সি ওরস্যালাইন অথবা অসমোস্যালাইন এক প্যাকেট ১.১/২ লিটার
পানিতে- ৩/৪  দিন খাওয়াতে  হবে।  এবং  লিভারটনিক  দিতে  হবে এতে  কবুতরের
লিভার ভালো থাকবে। 
৩)লিকুইড লিভাটন অথবা অন্য কোন কোম্পানির  লিভারটনিক ব্যবহার করতে
পারেন ১ মিলি/১ লিটার পানিতে ৫দিন।

জানা কথা জেনে নেই: কৃমি কোর্স করালে কবুতর বমি করতে পারে এতে  ঘাব্রাবার
বা ভয় পাওয়ার কিছু নেই।
কবুতরের ঘর বা খাচা নিয়মিত পরিস্কার রাখতে হবে ও কবুতরের ভ্যাকসিন কমপ্লিট
করতে হবে।

আপনার কোন কবুতর আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাওয়াবেন
নিজে নিজে ডাক্তারি করতে যাবেন না।

ভালো থাকুক আপনার কবুতর/ভালো থাকেন আপনিও       

No comments

জানা কথা জেনে নেই

জানা কথা জেনে নেইঃ সর্বোপরি কবুতর পালনের ক্ষেত্রে যেসব বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে- তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ১) কবুতরের  ঘরটি  অবশ্...

Theme images by Roofoo. Powered by Blogger.