Header Ads

জানা কথা জেনে নেই

জানা কথা জেনে নেইঃ
সর্বোপরি কবুতর পালনের ক্ষেত্রে যেসব বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে-
তার মধ্যে উল্লেখযোগ্য হলো-
১) কবুতরের  ঘরটি  অবশ্যই  শুকনো  ও  খোলামেলা  জায়গায়  হতে  হবে।
২) একই  ঘরে  একটি  জোড়ার  বেশি  অন্য  কোন  কবুতর  রাখা  যাবে  না।
৩) একই  খাঁচায়  কোন কবুতর  অসুস্থ বা মারা গেলে সাথে সাথে তার কারণ
অনুসন্ধান  করতে  হবে।  এবং  কবুতর  মারা  গেলে  উক্ত মৃত কবুতর টিকে
মাটিতে ডিপ গর্ত খুঁড়ে পুঁতে ফেলতে হবে।
৪) কবুতর  অসুস্থ  হলে  ডাক্তারের  পরামর্শ  অনুযায়ী  ঔষধ খাওয়াতে হবে।
নিজে নিজে উদ্যোগী হয়ে কবুতরকে ঔষধ দেয়া ঠিক নয়।
৫)অসুস্থ কবুতরকে সুস্থ কবুতরের খাচায় না রাখাটা বুদ্ধিমানের কাজ  হবে।
৬) আপনার  বাড়িতে  কবুতর  থাকলে  পার্শবর্তী  বাড়ির অন্য কোন কবুতর
আসতেই পারে। এক্ষেত্রে উক্ত কবুতর কোন বাড়ির তা চিহ্নিত করে সেটাকে
ফেরত  দেয়াই  যুক্তিসঙ্গত।  হয়তো  বা  এমনও  হতে  পারে আপনার বাড়ির
কবুতর অন্যের বাড়িতে আশ্রয় গ্রহণ করতে পারে।

ভালো থাকুক আপনার কবুতর/ভালো থাকেন আপনিও   

1 comment:

জানা কথা জেনে নেই

জানা কথা জেনে নেইঃ সর্বোপরি কবুতর পালনের ক্ষেত্রে যেসব বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে- তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ১) কবুতরের  ঘরটি  অবশ্...

Theme images by Roofoo. Powered by Blogger.