Header Ads

প্রতিকার=কলেরা

এই  রোগ  দেখা  দেয়া  মাত্র  ডাক্তারের  পরামর্শ  অনুযায়ী  পানিতে অথবা মুখে
ইনজেকশন  হিসেবে  টেরামাইসিন  ক্যাপসুল  বা  কসমিক্স প্লাস  জাতীয়  ঔষধ
 ব্যাবহার  করতে  হয় ।  এইটা  অবশ্যই  ডাক্তারের  পরামর্শ  অনুযায়ী  করবেন।

www.facebook.com/kobutor.palon
এবং আরো একটি কাজ করতে পারেন আপনারা তা হলো আক্রান্ত কবুতরগুলি আলাদা  রেখে  কবুতরকে রাইস স্যালাইন ও ইমোটিল খাওয়াতে পারেন। পরিমান  মতো গরম পানিতে  ভালো  করে  রাইস  স্যালাইন আপনার আক্রান্ত কবুতর অনুযায়ী তৈরি করে নিবেন। এবং ক্যাপসুল ইমোটিল একটা বা আপনার কবুতর অনুযায়ী ভালো করে অল্প  পানিতে  মিশিয়ে  নিবেন।  তারপর তৈরি করা স্যালাইন এর সাথে এক করে মিশিয়ে  কবুতরকে  হ্যান্ড ফিডিং  করে খাওয়াতে পারেন। দিনে ৩ বার ভরা পেটে ৫ দিন। আর মনে রাখবেন সরাসরি কাচা পানি খাওয়ানো যাবে না।

ভালো থাকুক আপনার কবুতর/ভালো থাকেন আপনিও।

No comments

জানা কথা জেনে নেই

জানা কথা জেনে নেইঃ সর্বোপরি কবুতর পালনের ক্ষেত্রে যেসব বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে- তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ১) কবুতরের  ঘরটি  অবশ্...

Theme images by Roofoo. Powered by Blogger.