Header Ads

পক্স প্রতিকার

                  কবুতরের বসন্ত,গুটি বা পক্স এর প্রতিকার নিচে দেয়া হলো-

কবুতরের বয়স  ৪ সপ্তাহ হলেই এই রোগের জন্য 'পিজিয়ন পক্স' নামের টিকা দিতে হবে।
টিকা দেয়ার নিয়মঃবুকের পালক  কিছুটা তুলে সুঁচের মাধ্যমে এই টিকা কবুতরের  শরীরে
প্রবেশ করাতে হবে।

www.facebook.com/kobutor.palon
আর যদি কবুতর বসন্ত  রোগে আক্রান্ত হয়ে থাকে তবে একটা  ধারালো সুঁচ দিয়া বসন্ত বা
গুটি  গুলির  উপরের  শক্ত  মোটা  চামড়াটা  সতর্কতার  সহিত তুলে ফেলে ক্ষত জায়গায়
ভালো করে Tab:Renamycin 1ta গুরা করে নারকেল তেলের সাথে মিক্স করে পেস্টবানিয়ে
লাগিয়ে  দিতে  হবে  পর  পর ৫ দিন এবং cf-cin powder ১গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে
পর পর ৫/৭ দিন খাওয়াতে হবে। এবং আক্রান্ত কবুতরকে আলাদা রাখতে হবে। 

আসা করি আপনার কবুতর সুস্থ হয়ে যাবে। তার পরেও না সুস্থ হলে ডাক্তারের পরামর্শমত
ঔষধ দিন।        

No comments

জানা কথা জেনে নেই

জানা কথা জেনে নেইঃ সর্বোপরি কবুতর পালনের ক্ষেত্রে যেসব বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে- তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ১) কবুতরের  ঘরটি  অবশ্...

Theme images by Roofoo. Powered by Blogger.